+ blank slate external link view note share note all notes
Saving.....
edit make private

ইসলামী লেখক ও তাদের বইয়ের তালিকা


১। প্রাচীন আমলের শ্রেষ্ঠ স্কলার যাদের বই বাংলায় অনূদিত হয়েছে-

ক) ইমাম আবু হানিফা (রহঃ)। মৃত্যু ৭৬৭ খ্রিস্টাব্দ। তার রচিত আকিদার কিতাব আল-ফিকহুল আকবার এবং কিতাবুল আসারের অনুবাদ বাংলায় রয়েছে। ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির আল ফিকহুল আকবারের অনুবাদ ও ব্যাখ্যা লিখেছেন।

খ) ইবনে হিশাম (রহঃ)। মৃত্যু ৮৩৩ খ্রিস্টাব্দ। তার বিখ্যাত গ্রন্থ 'সীরাতে ইবনে হিশাম' প্রাচীন সীরাহগুলোর মধ্যে অন্যতম।

গ) ইমাম বুখারি (রহঃ)। মৃত্যু ৮৭০ খ্রিস্টাব্দ। তার সঙ্কলিত হাদিস গ্রন্থটি সবচেয়ে বিশুদ্ধ হাদিস গ্রন্থ হিসেবে বিবেচিত হয়। বাংলায় যাকে বলি বুখারি শরীফ। ইমাম বুখারির আরেকটি গ্রন্থ হচ্ছে আল আদাবুল মুফরাদ।

ঘ) ইমাম আহমাদ বিন হাম্বল (রহঃ)। তার রচিত কিতাবুয যুহদের অনুবাদ রসূলের চোখে দুনিয়া নামে প্রকাশিত হয়েছে। এছাড়া তার সঙ্কলিত হাদিস মুসনাদে আহমাদ কলেবরের দিক দিয়ে এক সুবিধাল গ্রন্থ।

ঙ) ইমাম ইবনে জারির তাবারি (রহঃ)। তার রচিত তাফসীরে তাবারি খুব উচু মানের তাফসীর গ্রন্থ। এর বাংলা অনুবাদ রয়েছে।

চ) ইমাম ইবনে তাইমিয়া (রহঃ)। তার রচিত দু'টা বইয়ের অনুবাদ দেখেছি, জুলফিকার আহমদ কিসমতী কর্তৃক অনূদিত শরীয়তী রাষ্ট্রব্যবস্থা। আরেকটি হচ্ছে রাফউল মালাম।

ছ) ইবনুল কায়্যিম (রহঃ)। তার বিখ্যাত যাদুল মাআদ গ্রন্থের অনুবাদ আছে, এবং সালাত সম্পাদনের পদ্ধতি নিয়ে তার বই আছে।

জ) ইবনে কাসির (রহঃ)। তার রচিত তাফসীর ইবনে কাসির এবং আল বিদায়া ওয়ান নিহায়ার বাংলা অনুবাদ রয়েছে। জ্ঞান পিয়াসুদের জন্য মোস্ট রেকমেন্ডেড বই।

ঝ) ইবনুল জাওযী (রহঃ)। তার একটি গ্রন্থের বিখ্যাত অনুবাদ, নেক সুরতে শয়তানের ধোঁকা। মনের উপর লাগাম।

ঞ) ইমাম আয-যাহাবী (রহঃ)। তার গ্রন্থের অনুবাদ কবিরা গুনাহ নামে অনেকেই প্রকাশ করেছে।

নিকট অতীতে এবং বর্তমান যুগের শ্রেষ্ঠ স্কলারদের মধ্যে রয়েছেনঃ

২। (অবাঙ্গালী) ইসলামী লেখক, সাহিত্যিক ও কবি-

খুররম যাহ মুরাদ। বই- কুরআন অধ্যয়ন সহায়িকা, ইসলামী আন্দোলনঃ কর্মীদের পারষ্পরিক সম্পর্ক।

নঈম সিদ্দিকি। বই- চরিত্র গঠনের মৌলিক উপাদান, মানবতার বন্ধু মুহাম্মাদ রাসূলুল্লাহ।

সাইয়েদ আবুল আলা মওদূদী (রহঃ)। রচনা- তাফহীমুল কুরআন, ইসলাম ও জাতীয়তাবাদ, কাদিয়ানী সমস্যা, সীরাতে সরওয়ারে আলম।

মোল্লা আব্দুস সালাম যাইফ। বই- মাই লাইফ উইথ দি তালেবান।

ডঃ নাজমুদ্দিন এরবাকান। বই- দাওয়ামঃ আমার সংগ্রাম।

আলি সাল্লাবী। বই- আবু বকর রাঃ এর জীবনী। উমার রাঃ এর জীবনী (অনুবাদ চলছে)।

ডঃ রাগেব সারজানী। বই- আন্দালুসের ইতিহাস, তাতারিদের ইতিহাস।

মানাযের আহসান গিলানি (রহঃ)। বই- আন নাবিয়্যুল খাতিম।

হোসাইন আব্দুল কাদির। বই- গুন্তানামোর ডায়েরি।

উর্দু ঔপন্যাসিকদের মধ্যে উল্লেখযোগ্য-

ক) এনায়েতুল্লাহ আলতামাশ। বই- ঈমানদীপ্ত দাস্তান, ভারত অভিযান, নাঙ্গা তলোয়ার, হেজাযের তুফান, দামেস্কের কারাগারে, শেষ আঘাত।

খ) নসীম হিজাজি। বই- ভেঙ্গে গেলো তলোয়ার, শেষ প্রান্তর, আঁধার রাতের মুসাফির, খুন রাঙ্গা পথ, ইউসুফ বিন তাশফিন, সীমান্ত ঈগল, হেজাযের কাফেলা, মুহাম্মাদ ইবনে কাসিম, মরণ জয়ী।

গ) সাদেক হুসাইন। বই- আফ্রিকী দুলহান, তারিক ইবনে যিয়াদ, বদর প্রান্তর, আরব দুহিতা, পতনের ডাক।

কবি - আল্লামা ইকবাল। বই- শিকওয়া, জওয়াবে শিকওয়া।

৩। বাংলাদেশি স্কলার লেখক-

ক) ডঃ আব্দুল্লাহ জাহাঙ্গির (রহঃ)। বই- ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, রাহে বেলায়েত।

খ) মাওলানা আব্দুল মালেক। বই- ঈমান সবার আগে, প্রচলিত ভুল, উম্মাহর ঐক্য পথ ও পন্থা।

গ) ডঃ আবু বকর মুহাম্মাদ জাকারিয়া। রচনা- তাফসীরে যাকারিয়া।

ঘ) মাওলানা হেমায়েত উদ্দিন। বই- ইসলামী আকিদা ও ভ্রান্ত মতবাদ, আহকামে যিন্দেগি, আহকামুন নিসা।

ঙ) মাওলানা মুহিউদ্দিন খান (রহঃ)। বই- কুড়ানো মানিক, জীবনে খেলাঘরে।

চ) আসাদুল্লাহ আল গালিব। বই- নবীদের কাহিনী, সালাতুর রাসুল (সাঃ)।

ছ) আব্দুল্লাহেল কাফী (রহঃ)। বই- ইসলামী শাসনতন্ত্রের সূত্র, আল-ইসলাম ও কমিউনিজম।

জ) আদীব হুজুর। বই- এসো কলম মেরামত করি, বাইতুল্লাহর মুসাফির, দরদী মালীর কথা শোনো, ইসলামকে জানতে হলে। শিশু আকিদা ও শিশু সীরাত সিরিজ।

ঝ) মাওলানা আব্দুর রহীম (রহঃ)। বই- আজকের চিন্তাধারা, পাশ্চাত্য সভ্যতার দার্শনিক ভিত্তি।

ঞ) আব্দুল হামিদ ফাইযী। বহু পুস্তিকা।

ট) আব্দুল মা'বুদ। বই- আসহাবে রসূলের জীবনকথা, তাবি'ঈদের জীবনকথা।

ঠ) মুফতি মনসূরুল হক। বই- ফাতাওয়ায়ে রাহমানিয়া, কিতাবুল হজ, মাযহাব ও তাকলীদ, কারবালার সঠিক ইতিহাস।

ড) মুযাফফার বিন মুহসিন। বই- ভ্রান্তির বেড়াজালে ইকামাতে দ্বীন, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর (সাঃ) সালাত।

৪। বাঙ্গালী লেখক, কবি ও সাহিত্যিকঃ

ইসমাইল হোসেন সিরাজি। বই- স্পেন বিজয় কাব্য, জাহানারা, নুরুদ্দিন, ফিরোজা বেগম।

প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ। বই- ইসলামের মর্মকথা, জঙ্গি বেগম, গুলবাগিচা।

আকরম খাঁ। বই- মোস্তফা চরিত, তাফসীরুল কোরআন, মোসলেম বঙ্গের সামাজিক ইতিহাস।

মতিউর রহমান মল্লিক। সুর শিহরণ, যত গান গেয়েছি, আবর্তিত তৃণলতা, নির্বাচিত প্রবন্ধ।

শাহ আব্দুল হান্নান। ইসলামী অর্থনীতি বিষয়ক বই।

আবুল আসাদ। এডভেঞ্চার- সাইমুম সিরিজ। আমরা সেই সে জাতি।

আসাদ বিন হাফিজ। বই- ক্রুসেড সিরিজ।

কবি মুহিব খান। বই- লাল সাগরের ঢেউ, আল কুরআনের কাব্যানুবাদ (প্রথম ১০ পারা)।

উবাইদুর রহমান খান নদভী। বই- ইতিহাসের কান্না, প্রিয় পদরেখা।

যাইনুল আবিদীন। বই- নারীর শত্রু-মিত্র, মাদ্রাসা সভ্য পৃথিবীর অহঙ্কার, বক্তৃতার ক্লাস।

আরিফ আজাদ। বই- প্যারাডক্সিক্যাল সাজিদ, আরজ আলি সমীপে।

ডাঃ শামসুল আরেফিন। বই- ডাবল স্ট্যান্ডার্ড, কষ্টিপাথর।

শরীফ আবু হায়াত অপু। বই- বাক্সের বাইরে, তত্ত্ব ছেড়ে জীবনে।

আব্দুল মান্নান তালিব। বই- ইমাম ইবনে তাইমার সংগ্রামী জীবন, ইসলামী সাহিত্য মূল্যবোধ ও উপাদান।

মুহাম্মাদ মুফিজুল ইসলাম। হৃদয় গলে সিরিজ।

মুহাম্মাদ আতিক উল্লাহ। জীবন জাগার গল্প সিরিজ।

গোলাম মোর্তজা। বই- চেপে রাখা ইতিহাস, ইতিহাসের ইতিহাস, বাজেয়াপ্ত ইতিহাস।

শফিউদ্দীন সরদার। অনেকগুলো উপন্যাস।

নাসীম আরাফাত। মুয়াবিয়া রাদিঃ জীবনচরিত, আমীরে শরীয়ত হাফেজ্জী হুজুর (রহঃ), কিসরার মুকুট, আসহাবুল কুরআন।

আইনুল হক কাসেমী। বই- উসমানী খিলাফতের স্বর্ণকণিকা।

গোলাম আযম। বই- জীবনে যা দেখলাম, মুমিনের জেলখানা, ধর্মনিরপেক্ষ মতবাদ।

রেহনুমা বিনতে আনিস। বই- নট ফর সেল, বিয়ে, জীবনের সহজ পাঠ।

মুসা আল-হাফিয। বই- আমেরিকা মুসলিমদের আবিষ্কার, প্রাচ্যবিদদের দাঁতের দাগ।

এস এম যাকির হুসাইন। বই- নামাযের গোপন রহস্য, আল-কোরআনের সত্যতার অকাট্য প্রমাণ, তাওহীদের গুঢ় রহস্য, কোরআনের গুপ্তজ্ঞান।

অধ্যাপক আখতার ফারুক। বই- দাংগা, সংলাপ ও তওবার রাজনীতি, মধ্যপ্রাচ্যে হাফেজ্জী হুজুর।

মুনশি মেহেরুল্লাহ। বই- খৃষ্টীয় ধর্মের অসারতা, হিন্দু ধর্ম রহস্য বা দেবীলীলা, রদ্দে খৃস্টান।

আবুল হোসেন ভট্টাচার্য। বই- আমি কেন ইসলাম গ্রহণ করলাম, শেষ নিবেদন।

সালাহুদ্দীন জাহাঙ্গির। বই- প্রিয়তমা, বদরের বীর, বাংলার বরেণ্য আলেম, ইতিহাসের জানালা।

আব্দুশ শহীদ নাসিম। বই- নবীদের সংগ্রামী জীবন, সেরা তাফসীর সেরা মুফাসসির, সবার আগে নিজেকে গড়ো।

মাওলানা শরীফ মুহাম্মাদ। বই- ইতিহাসের লাল আস্তিন, সাদা সভ্যতার কালো মুখ, ছদ্মবেশী প্রগতিশীল, সবুজ গম্বুজের ছায়া, রঙিন মখমল দিন।

দেওয়ান মোহাম্মদ আজরফ। বই- জীবন সমস্যার সমধানে ইসলাম, ইসলামী আন্দোলন যুগে যুগে, তমদ্দুনের বিকাশ।

আব্দুল মওদুদ। বই- ইসলাম ইউরোপকে যা শিখিয়েছে।

মুহাম্মাদ তোয়াহা আকবর। বই- উল্টো নির্ণয়।

instructions pdf ( + p)   gdoc ( + g) save ( + s)